নরেন্দ্রপুরে ব্যবসায়ী খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিস। জানা গিয়েছে, ধৃতের নাম বিনয়কৃষ্ণ দাস। গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে পুলিস তাকে গ্রেপ্তার করে। পুলিস সূত্রে খবর, অভিযুক্ত নরেন্দ্রপুর এলাকায় ভাড়া থাকত বলে খবর। গত ১৪ আগস্ট কামালগাজীতে শাহিদ মন্ডল নামক যুবককে গুলি করে খুনের ঘটনায় ধৃত বিনয়ই নাকি খবর দিয়েছিল যে শাহিদ টাকা নিয়ে বাড়ি ফিরছে।। আরও এক অভিযুক্ত এই ঘটনায় যুক্ত বলে জানতে পেরেছে পুলিস। তার খোঁজে তল্লাশি চলছে।