কলকাতা

ফুলবাগান কাণ্ডে গ্রেপ্তার আরও ১

কলকাতাঃ স্ত্রী ও শাশুড়িকে খুন করে অভিযুক্তের আত্মঘাতী হওয়ার ঘটনায় আরও একজন গ্রেপ্তার। ধৃত পৃথ্বী সাগর আগ্নেয়াস্ত্র পৌঁছে দিয়েছিল আরেক অভিযুক্ত পঙ্কজ কুমারের কাছে। তার থেকেই ওই আগ্নেয়াস্ত্র ও ১০টি কার্তুজ কেনে ফুলবাগান কাণ্ডে মূল অভিযুক্ত অমিত কুমার। পুলিস সূত্রে খবর, বিহারের নওদার বাসিন্দা পৃথ্বীর জিমের ব্যবসা রয়েছে। পাশাপাশি সে একজন টিকটক স্টারও। অমিত আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাবদ ৬০ হাজার টাকা দিয়েছিল পঙ্কজকে। তার থেকে ৪০ হাজার টাকা পায় পৃথ্বী। ইতিমধ্যে পঙ্কজকেও গ্রেপ্তার করেছে পুলিস।