পরীক্ষা হলে বসে দেওয়ার সুযোগ পায়নি দশম ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা। বিকল্প পদ্ধতিতে এবার তাদের মূল্যায়ন হয়েছে। আর তাতেই বিপাকে পড়েছিল দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের একাংশ। ২০২১ সালের মাধ্যমিকে ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করলেও, উচ্চমাধ্যমিকে এই হার ছিল ৯৭.৬৯ শতাংশ। তাতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা দিয়েছিল প্রবল বিক্ষোভ। পথ অবরোধ, স্কুলে ভাঙচুর, সংসদ কার্যালয় বিদ্যাসাগর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ – কিছুই বাদ পড়েনি। সেসবের পর ‘মানবিক’ সিদ্ধান্ত নিল বোর্ড। সোমবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিকেও ১০০ শতাংশ পাশের ঘোষণা করে দিলেন উচ্চশিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি মহুয়া দাস। জানালেন, স্কুলগুলির তরফে পাঠানো নম্বরে ভুলত্রুটি থাকার কারণে আগের ফলপ্রকাশে আংশিক ত্রুটি ছিল। এবার সেইসব সংশোধন করে নেওয়া হল। বোর্ডের এই ঘোষণায় খুশি পড়ুয়ারা।