জেলা

যুবতীকে ধর্ষণ-খুনের প্রতিবাদে অবরুদ্ধ এলাকা,পুলিশের লাঠিচার্জ

বালুরঘাট: যুবতীকে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে জাতীয় সড়ক অবরোধ। অবরোধ তুলতে বিক্ষোভকারীদের উপর পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনার সৃষ্টি হয়। শুক্রবার ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ঠ্যাঙ্গাপাড়া এলাকায়। পুলিশের লাঠির আঘাতে জখম হয়েছেন চারজন। বিক্ষোভকারীদের বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।অভিযোগ স্থানীয় সিংফরকা গ্রামের এক যুবতীকে প্রেমের প্রলোভনে ফাঁসিয়ে ধর্ষণ করে পিন্টু সরকার ওরফে মাজিদুর রহমান নামের এক যুবক। পরবর্তীতে অন্তঃসত্বা হয়ে পড়লে পিন্টুকে সে বিয়ের কথা বলে। এর পরেই পিন্টু সরকার গত ৬ সেপ্টেম্বর ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবতীকে খুন করে বলে বলে পরিবারের তরফে অভিযোগ।৭ই সেপ্টেম্বর জাহাঙ্গীরপুর এলাকায় নদীর ধার থেকে গলাকাটা অবস্থায় যুবতীর মৃতদেহ উদ্ধারের হলে এলাকায় শুরু হয় ক্ষোভ। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করলেও স্থানীয়রা তার ফাঁসির দাবী তোলেন।শুক্রবার বেলা দশটা নাগাদ ঠ্যাঙ্গাপাড়া এলাকায় বিশ্বহিন্দু পরিষদের ডাকে এলাকার শ’দুয়েক বাসিন্দা ৫১২নং জাতীয় সড়ক অবরোধ করেন। পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ধস্তাধস্তি বেধে যায়। এর পরেই পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ।