আদিবাসী শিশুকন্যা ধর্ষণে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে ভাতার থানার পুলিশ। ধৃতের নাম তীর্থ বাগ। পূর্ব বর্ধমানের খেরুর গ্রামে তার বাড়ি। অভিযোগ, ওই যুবক কয়েকদিন আগে এক আদিবাসী শিশুকন্যাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করলে সোমবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নির্দিষ্ট ধারার মামলা রুজু করে মঙ্গলবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। বিচারক ধৃতের ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে শিশুকন্যার গোপন জবানবন্দি রেকর্ড করানোরও নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার পরিবার।