কলকাতা

আজ থেকে মঙ্গলবার পর্যন্ত টানা ৩দিন বাতিল হাওড়া শাখায় একাধিক লোকাল ট্রেন

জরুরি মেরামতির কাজের জন্য ফের ট্রেন বাতিল হাওড়া শাখায়। আজ, রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিনদিন চলবে না ১০০টিরও বেশি লোকাল ট্রেন। ফলে চরম দুর্ভোগে পড়তে চলেছেন যাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, আজ ও কাল মেরামতির জন্য হাওড়া-তারকেশ্বর শাখায় বন্ধ থাকবে বিদ্যুৎসংযোগ। তার জেরে হাওড়া থেকে ছাড়ে এমন ২৬টি লোকাল রবিবার বাতিল করা হয়েছে। তারকেশ্বর থেকে বাতিল থাকবে ১৭টি ট্রেন। গোঘাট ও আরামবাগ থেকে ছাড়ে এমন আটটি লোকাল ট্রেনও চলবে না। সিঙ্গুর থেকে বাতিল থাকবে একটি লোকাল, যার নম্বর ৩৭৩০৪। একইভাবে সোমবারও এই শাখায় একগুচ্ছ ট্রেন চলবে না বলেই জানানো হয়েছে। হাওড়া থেকে ছাড়ে এমন ২১টি লোকাল বাতিল থাকছে। তারকেশ্বর থেকে চলবে না ১৫টি ট্রেন। আরামবাগ, গোঘাট ও সিঙ্গুর থেকে তিনটি করে লোকাল বাতিল থাকবে। তবে যাত্রী সুবিধার্থে এই ক’দিন বেশ কিছু স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। এর মধ্যে আজ ও কাল হাওড়া-দিয়ারার মধ্যে চলবে যথাক্রমে ৬ এবং ৫ জোড়া লোকাল। গোঘাট-হরিপাল রুটেও বিশেষ পরিষেবা মিলবে। সিঙ্গুর-নালিকুল স্টেশনে রেলের জরুরি মেরামতি কাজ চলছে। সেজন্য দিনের একটা বড় সময় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। রেলের তরফে আগে জানানো হয়েছিল, গত ২০ জানুয়ারি এই কাজ শেষ হয়ে যাবে। কিন্তু তা সম্ভব হয়নি। সেই সময়সীমা মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। একই কারণে রবি ও সোমবার হাওড়া-বর্ধমান শাখাতেও ১২টি লোকাল বন্ধ থাকবে। মঙ্গলবার সেই তালিকায় যুক্ত হবে আরও ৪টি লোকাল।