জেলা

বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে খোদ দলীয় ২ নেতা

বারাসতের বিজেপি প্রার্থী হিসাবে স্বপন মজুমদারের নাম ঘোষণার পরই শুরু হয়ে বিতর্ক। বিজেপির অন্দরেই তাঁকে নিয়ে বাড়ছে ক্ষোভ। এবার প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন বিজেপির দুই নেতা। বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ রয়েছে। তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়েও উঠেছে প্রশ্ন। অভিযোগের সত্যতা যাচাই করার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিলেন বিজেপির দুই নেতা। অশোকনগরের বিজেপির কো-ইনচার্জ সুভাষচন্দ্র রায় এবং অশোকনগরের বিজেপি নেত্রী উৎপলা বিশ্বাস কমিশনকে এই চিঠি দিয়েছেন। চিঠিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠনের অনুরোধও জানানো হয়েছে। বিষয়টিকে আমল দিতে নারাজ বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। তিনি বলেন, এখনও মনোনয়ন জমা দেওয়া হয়নি। হলফনামাও জমা দেওয়া হয়নি। তাহলে কীভাবে কমিশনে চিঠি ? আসলে তৃণমূলের মদতে কেউ এসব করছে।