রাজৌরিতে জঙ্গিদের বিরুদ্ধে পুরোদস্তুর অভিযানে নেমেছে সেনা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি। এর মধ্যেই অনন্তনাগে নিখোঁজ দুই জওয়ান। বুধবার এমনটাই জানিয়েছেন সেনা কর্তারা। প্রায় ৪৮ ঘণ্টা কেটে গেলেও তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই ঘনাচ্ছে রহস্য। জানা গিয়েছে, অনন্তনাগের আলান গাডোলে এলাকার কোকেরনাগ সাব ডিভিশনের জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর আসে। সঙ্গে সঙ্গে অভিযান শুরু করে সেনা। অভিযান চলাকালীন আচমকাই স্পেশাল প্যারা ইউনিটের দুই জওয়ানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁদের সন্ধানে আকাশপথে নজরদারি শুরু করেছে সেনা।


