কল্যাণীর জওহর নভোদয় বিদ্যালয়ে করোনায় আক্রান্ত ২৯ জন ছাত্র-ছাত্রী ৷ এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জানান, দু’জন পড়ুয়া করোনা আক্রান্ত জানার পরই স্কুলের বাকি পড়ুয়া-সহ শিক্ষক, শিক্ষিকা, অশিক্ষক কর্মী, সাফাইকর্মী ও নিরাপত্তারক্ষীদের সবারই নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ যার মধ্যে এখনও পর্যন্ত ২৯ জন পড়ুয়া করোনা আক্রান্ত বলে জানা গিয়েছে ৷ বাকিদের টেস্টের রিপোর্ট এলে গোটা বিষয়টি জানা যাবে ৷ সংক্রমণ আরও বেশি হলে পরবর্তীকালে স্কুল বন্ধের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেওয়া হয়ে পারে ৷ আজ বুধবার ওই স্কুলের বাকি পড়ুয়াদের আরটিপিসিআর টেস্ট করা হচ্ছে। স্কুলে পৌঁছেছেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা।