দেশ

সাত সকালে গুজরাতে ভূমিকম্প

সাত সকালে গুজরাতে ভূমিকম্প। কম্পনের তীব্রতা ৪.২। কম্পনের কেন্দ্রস্থল কচ্ছের দুধাই গ্রাম থেকে ১১ কিলোমিটার দূরে উত্তর-উত্তর পশ্চিমে। কম্পন অনুভূত হয় সোমবার সকাল ৬ টা ৪০ ঘ.তে। কম্পনের খবর দিয়েছে ইন্ডিয়ান সিসমোলজিক্যাল রিসার্চ সেন্টার। সোমবার ৬টা ৩৮ মিনিটে গুজরাতের কচ্ছ-সহ বেশ কয়েকটি জায়গায় কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা ছিল ৪.২ রিখটার স্কেল। স্থায়ী ছিল সামান্য সময়। কম্পনের পরে দুইবার মৃদু আফটার শক অনুভূত হয়েছে। তবে কোনও প্রান্ত থেকে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই।   কম্পন প্রভাবিত এলাকার মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি।