জেলা

সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত মৎস্যজীবী

সুন্দরবনের জঙ্গলের গভীরে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হানায় মৃত্যু হল এক মৎস্যজীবীর। শনিবার এই ঘটনা ঘটেছে। সংসারের রোজগেরে মানুষের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে তাঁর পরিবার। জানা গিয়েছে, মৃত মৎস্যজীবীর নাম উপেন মণ্ডল। ৪১ বছর বয়স তাঁর। দক্ষিণ ২৪ পরগনা জেলার গোসাবা ব্লকের সাতজেলিয়ায় এলাকার বাসিন্দা তিনি। স্থানীয়রা জানান, তিনজন মৎস্যজীবীর একটি দল শনিবার কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনের বাগনা রেঞ্জ অফিসের ঝিলা ৫ নম্বর জঙ্গলে যায়। কিন্তু সেখানে যাওয়ার পর কাজ করার সময় আচমকা জঙ্গল থেকে একটিবাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে উপেন মণ্ডলের উপর। তাঁর সঙ্গী দুজন কিছু বুঝে ওঠার আগেই উপেনকে তুলে নিয়ে চলে যায় বন্যপ্রানীটি। এই ঘটনার পর ভয় ও আতঙ্কে জঙ্গল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন উপেনের দুই বন্ধু। তাঁরা বাইরে বেরিয়ে বন দফতরকে ঘটনার কথা জানান। খবর পেয়ে তড়িঘড়ি বাগনা বন দফতরের কর্মীরা ছুটে যান ঘটনাস্থলে। সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে ক্ষতবিক্ষত অবস্থায় উপেনের মৃতদেহটি উদ্ধার করেন তাঁরা। দেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অন্যদিকে পরিবারের রোজগেরে মানুষের মৃত্যুতে অথৈ জলে পড়েছে উপেনের পরিবার।