তারকেশ্বরে চলছে শ্রাবণী মেলা। এই মেলা উপলক্ষে পূর্ব রেলের পক্ষ থেকে ছ’জোড়া স্পেশাল ট্রেন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। ট্রেনগুলি যথাক্রমে তারকেশ্বর-হাওড়া এবং তারকেশ্বর-শেওড়াফুলি লাইনে চলাচল করবে। মেলায় লক্ষ লক্ষ তীর্থযাত্রীর ভিড় সামলাতেই পূর্ব রেলের এই উদ্যোগ। রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অতিরিক্ত ১২টি টিকিট কাউন্টার এবং চারটি এটিভিএমও চালু করা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, তারকেশ্বরে শ্রাবণী মেলা চলাকালীন সমস্ত রবিবার, সোমবার সহ সবদিন চলবে ট্রেনগুলি। এর মধ্যে দু’টি ট্রেন হাওড়া থেকে যথাক্রমে ভোর ৪টে ৫মি এবং বেলা ১২টা ৫০ মিনিটে ছাড়বে। আর তারকেশ্বর থেকে হাওড়া ফিরতি ট্রেনগুলি যথাক্রমে বেলা ১০টা ৫৫ মিনিট এবং রাত ৯টা ১৭ মিনিটে ছাড়বে। ো্শেওড়াফুলি ও তারকেশ্বরের মধ্যেও স্পেশাল ট্রেনের ব্যবস্থা হয়েছে। শেওড়াফুলি–তারকেশ্বর স্পেশাল ট্রেনগুলি যথাক্রমে সকাল ০৬টা ৫৫ মিনিট, ০৯টা ২০ মিনিট, বিকেল ৪টে ২০মিনিট এবং রাত ৭টা ৪০ মিনিটে শেওড়াফুলি থেকে ছাড়বে। ফিরতি ট্রেনগুলি তারকেশ্বর থেকে ছাড়বে যথাক্রমে সকাল ০৫টা ৫৫ মিনিট, ০৮টা ১০ মিনিট, দুপুর ২টো ৫০ মিনিট এবং সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে।
