কলকাতা

ঘূর্ণিঝড় জাওয়াদ মোকাবিলায় মঙ্গলবার পর্যন্ত কর্মীদের ছুটি বাতিল করল বিদ্যুৎ দপ্তর, চালু হেল্পলাইন নম্বরও

শনিবার ওড়িশা উপকূলে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় জাওয়াদ ৷ তারপরই তা ধেয়ে আসবে বঙ্গের দিকে, এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস । বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড় থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে তৎপর হয়েছে প্রশাসন ৷ কন্ট্রোলরুম খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । শুক্রবার সকালে বিদ্যুৎ ভবনে বিভিন্ন জেলার বিডিও, এসডিওদের সঙ্গে এক বৈঠক শেষে একথা জানালেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস । শনিবার থেকে খোলা থাকবে এই কন্ট্রোল রুম । রাজ্য বিদ্যুৎ দফতরের হেল্প নম্বর- 8900793503/04 ৷ সিএসসির হেল্প নম্বর- 9831079666/9831083700 ৷ পরিস্থিতি বিচার করে এই কন্ট্রোল রুম খোলা থাকার মেয়াদ বাড়তে পারে । এমনটাই জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ৷ পাশাপাশি পরিস্থিতির মোকাবিলা করতে বিদ্যুৎ বিভাগের কর্মীদের ছুটিও বাতিল করা হয়েছে মঙ্গলবার পর্যন্ত ৷  শুক্রবারের বৈঠক শেষে অরূপ বলেন, “যেকোন ধরনের বিপর্যয় মোকাবিলার জন্য রাজ্যের বিদ্যুৎ বিভাগ প্রস্তুত । শনিবার থেকেই কর্মীরা বিভিন্ন জায়গায় থাকবেন । কলকাতা পৌরসভা-সহ বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্তে আমাদের কর্মীরা তৈরি রয়েছেন ৷ সংশ্লিষ্ট এলাকার ভিডিয়ো সংগ্রহ চলবে ৷ এসডিও ও জেলার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে ।” দুর্যোগের কথা মাথায় রেখে সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানালেন বিদ্যুৎমন্ত্রী । অরূপ বলেন, “পরিস্থিতির কথা মাথায় রেখে মঙ্গলবার পর্যন্ত সকলের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।”