দুর্বল হয়েছে করোনার নয়া স্ট্রেইন। সংক্রমণ দ্রুত ছড়ালেও অধিকাংশ ক্ষেত্রেই মৃদু উপসর্গ দেখা যাচ্ছে রোগীদের। এই পরিস্থিতিতে কোভিড মোকাবিলায় প্যারাসিটামলের উপরই ভরসা রাখছেন চিকিৎসকরা। তাঁরা জানিয়েছেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়ম করে প্যারাসিটামল খেলে ও অন্যান্য দিকগুলি খেয়াল রাখলেই করোনার নয়া স্ট্রেইনের মোকাবিলা সম্ভব। গত কিছুদিন ধরেই মলনুপিরাভির ও আজিথ্রোমাইসিনের যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে কোভিড টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্সের অন্যতম সদস্য চিকিৎসক সঞ্জয় পূজারি বলেন, কোনও করোনা আক্রান্তের মৃদু উপসর্গ থাকলে মলনুপিরাভির ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। তারপরও বহু ক্ষেত্রেই মৃদু উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। একই সুরে আর এক বিশিষ্ট চিকিৎসক অনুপ আর ওয়ারিয়র জানিয়েছেন, মৃদু উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে শুধুমাত্র প্যারাসিটামল ও ভিটামিন ওষুধ যথেষ্ট। সাধারণভাবে মলনুপিরাভির ও আজিথ্রোমাইসিনের মতো ওষুধ না খাওয়াই ভালো।
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।