সিঙ্গুর থেকে ভারচুয়াল উদ্বোধন হল কামারকুন্ডুর রেল ওভারব্রিজের। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সিঙ্গুরে সন্তোষী মাতার মন্দিরে পুজো দেন তিনি। পুজো দিয়ে বক্তব্য রাখার সময় সিঙ্গুর আন্দোলনের কথা মনে করালেন তিনি। মুখ্যমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে এদিন বলেন, ‘আমাদের ওপর অকল্পনীয় অত্যাচার হয়েছিল। সে দিনগুলো আমি ভুলতে পারি না। আমি ভুলতেও চাই না।’ ২০১১ সালে রাজ্যে পালাবদলের পিছনে সিঙ্গুর ও নন্দীগ্রামের আন্দোলনের ভূমিকা বাংলার রাজনীতির ইতিহাসে মাইলস্টোন হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। সেই সময় এই আন্দোলনকে সংগঠিত করে, মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে দেখলেন পিছনের সেই সব দিন। সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সিঙ্গুরে কৃষি এবং শিল্প একইসঙ্গে এগোচ্ছে। তিনি জানান অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, কোচ ফ্যাক্টরি সহ আরও অন্যান্য ইন্ডাস্ট্রি হচ্ছে। উত্তরপাড়ায় হিন্দুস্তান মোটরস এর কারখানার কথাও বলেন তিনি। তিনি নিজে কোচ ফ্যাক্টরি উদ্বোধন করতে আসবেন বলেও জানিয়েছেন। তিনি আরও জানান ডানকুনিতে ফ্রেট করিডোরের জন্য বাজেট প্রপোজাল তিনি তৈরি করে দিয়েছিলেন বলেও জানিয়েছেন। তিনি বলেন ডানকুনি থেকে বর্ধমান হয়ে ইন্ডাস্ট্রি চলবে এবং ডেডিকেটেড রেল লাইন হবে বলেও জানান তিনি। আগামিদিনে সিঙ্গুরের মাটিতে কোটি টাকার ইন্ডাস্ট্রি চলবে বলেও জানিয়েছেন তিনি। শিল্প এবং কৃষি একসঙ্গে এগিয়ে চলবে বলেও জানিয়েছেন তিনি।