জেলা

সিমলাপালে ১৭ মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি আদালতের

আগামী ১৭ মে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বাঁকুড়ার সিমলাপালে সভা করার অনুমতি দিল বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সভা করায় অনুমতি দিয়েছেন তিনি। পুলিশ অনুমতি দিতে চায়নি। পরে শুভেন্দু আদালতের দ্বারস্থ হন। পুলিশের অনুমতি না দেওয়া প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, সরকারের নির্দেশেই পুলিশের এই পদক্ষেপ। তাঁর দাবি এই ভাবেই রাজ্য সরকার তাঁদের কণ্ঠরোধ করতে চায়। সেই মামলারই শুনানি ছিল শুক্রবার। এদিন মামলার শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, ওই দিন বাঁকুড়ার সিমলাপালে স্থানীয় একটি উৎসব রয়েছে। তাই অন্য কোনও  সভা বা মিছিলের অনুমতি দেওয়া যাবে না। বিচারপতি জানতে চান, কী  সেই অনুষ্ঠান।  রাজ্যের আইনজীবী বলেন, সেটা জানি না, পুলিশ সেরকমই বলেছে।   দুপক্ষের সওয়াল শেষে বিচারপতি মান্থা বিজেপিকে ১৭ মে সভার অনুমতি দেন। বলা হয়েছে, দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত সভা করা যাবে। যেহেতু শুভেন্দু অধিকারী সভার প্রধান বক্তা তাই সেখানে নিরাপত্তার স্বার্থে সিআরপিএফ মোতায়েন করতে হবে। বিচারপতি আরও জানান, আগামী দিনে যেকোনও সভার জন্য ১৫ দিন আগে অনুমতি চেয়ে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার চারদিনের মধ্যে পুলিশ সে ব্যাপারে   মতামত জানাতে হবে।কলকাতা হাইকোর্টের অনুমতি পাওয়ার পরেই বিজেপি সিমলাপালের সভার জন্য জোর প্রস্তুতি শুরু করে।