ইন্দোনেশিয়ার জাকার্তায় আসিয়ান দেশগুলির সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র আজ, বৃহস্পতিহবার সকালে জাকার্তা পৌঁছন প্রধানমন্ত্রী। সম্মেলনে তিনি দীর্ঘ বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, ‘ভারত আসিয়ানের কেন্দ্রীকতাকে সম্মান করে। আসিয়ান ভারতের অ্যাক্ট ইস্ট নীতির গুরুত্বপূর্ণ অংশ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আসিয়ানের দৃষ্টিভঙ্গিকেও সমর্থন করে ভারত। এছাড়াও আমাদের সঙ্গে আসিয়ানের সম্পর্ক চতুর্থ দশকে পা দিল। আমাদের ভৌগলিক ও সাংস্কৃতিক সাজুয্যগুলি আমাদের সম্পর্কের ভিত্তি। আসিয়ানের গুরুত্ব রয়েছে কারণ এখানে সবার কথা সমান গুরুত্ব দিয়ে শোনা হয়। এখানে উপস্থিত থাকতে পেরে গর্ববোধ করছি।’ এছাড়াও সম্মেলনের আয়োজন করার জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোকে ধন্যবাদ জানান তিনি।