উৎসবের সময়ে করাও প্ররোচনায় পা দেবেন না। জাগো বাংলা-র শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে এভাবেই রাজ্যবাসীকে সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। অন্যদিকে, নাম না করে অমিত শাহকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা-র ওই অনুষ্ঠানে অভিষেক বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার। উত্সব সবার। বাংলা প্রমাণ করেছে জাতি ধর্ম বর্ন নির্বিশেষে মানুষ আনন্দ উপভোগ করে, একসঙ্গে নিজেদের সামিল করতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যারা একসময় বাংলার কৃষ্টি, সংস্কৃতিকে আক্রমণ করে বলেছিল বাংলায় দুর্গাপুজো হয় না তারাই আজ বাংলায় দুর্গাপুজো উদ্বোধন করতে আসছে। এটাই বাংলার ঐতিহ্যের জয়। ২০২১ সালের বিধানসভা ভোটের প্রচারে বিজেপি ও তৃণমূলের প্রচারের একটি মূল বিষয় হয়ে উঠেছিল বাংলার দুর্গাপুজো। বিজেপির অভিযোগ ছিল বাংলায় দুর্গাপুজো করতে দেয় না তৃণমূল কংগ্রেস সরকার। এর পাল্টা বিজেপিকে নিশানা করত তৃণমূল কংগ্রেস। এবার ২০২৩ সালে এসে বিজেপি নেতারাই এখন পুজোর উদ্বোধনে আসছেন। এনিয়েই সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।