পুজোর আগে ঠাকুরপুকুর এলাকায় দিনে দুপুরে খুন হলেন এক যুবক। বোনকে টিউশন পড়তে দিয়ে ফিরছিলেন ৪২/২ অমৃত লাল মুখার্জি রোডের বাসিন্দা অনিমেশ সিং। সেই সময় এক দুষ্কৃতি ধারালো অস্ত্রের আঘাতে করে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল সাড়ে আটটার সময় নিজের বোনকে টিউশনে দিয়ে ফিরছিল অনিমেশ সিং। যখন স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন সেই সময় কোনও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি অনিমেষ সিং-এর বুকে ধারালো অস্ত্র ঢুকিয়ে দেয়। আহত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে। ঘটনাস্থলে এমন কান্ড দেখে আশেপাশের লোকজন ছুটে আসে। বেশ কয়েকজন আততায়ী পিছনে ধাওয়া করলেও তাকে প্রথম অবস্থায় ধরতে পারে না। পরবর্তীকালে ঠাকুরপুকুর থানা একজনকে আটক করে। আহত অবস্থায় অনিমেষ সিংকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে কি কারণে এই খুন তা এখনও পরিস্কার নয়। যদিও এই ঘটনায় পুলিস জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। পুজোর সময় প্রকাশ্য দিবালোকে এরকম একটা ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


