দেশ

অজিতের দাবি ‘মিথ্যা’ ও ‘বিভ্রান্তিকর’, বিজেপির সঙ্গে জোটের প্রশ্নই নেইঃ শরদ পওয়ার

অজিত পওয়ারের দাবি উড়িয়ে দিলেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। পার্টি সুপ্রিমো শরদ পওয়ারের টুইটার হ্যান্ডল থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ‘বিজেপির সঙ্গে জোট করার কোনও প্রশ্নই নেই’। অজিতের ‘এনসিপিতেই আছি’ এবং শরদ পওয়ারই নেতা’- এই মন্তব্যেজল্পনা ও বিভ্রান্তি এতটাই তীব্র হয় যে, খোদ পার্টি সুপ্রিমোকে টুইট করে ঘোষণা করতে হল, অজিতের মন্তব্য ‘মিথ্যা’ ও ‘বিভ্রান্তিকর’।