কলকাতা

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর বাড়ল কিছু সংখ্যাক বেসরকারী বাস, আজ বৈঠকে মালিকেরা

গতকাল হুঁশিয়ারি দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেও যে চিত্রটা বুধবার বিরাট পরিবর্তন হয়েছে সেটা নয়। তবে রাস্তায় বাস সামান্য হলেও কিছুটা বেড়েছে। বাস মালিক সংগঠনের পক্ষ থেকে জানা গিয়েছে, বেশ কিছু রুটে বাস বুধবার রাস্তায় নেমেছে। জানা গিয়েছে শহরের রাস্তায় ৬০০০-এর মতো বাস চলে, সেই বাসের মধ্যে হাজার খানেক বাস এদিন রাস্তায় নেমেছে। তবে মালিকপক্ষের বক্তব্য, যাত্রীদের সঙ্গে ঝামেলা করে লাভ নেই। সেই কারণে বুধবার ফের বৈঠকে বসবেন তাঁরা। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।