জেলা

দিদি তোর খেলায় আমরা ভয় পাই না, স্ক্যাম চাইলে দিদি, স্কিমের সরকার চাইলে মোদি-কে ভোট দিনঃ অমিত শাহ

পুরুলিয়ার সভা থেকে আজ মমতা সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন অমিত শাহ। জনতার কাছে তাঁর আহ্বান, স্কিমের সরকার চান নাকি, স্ক্যামের সরকার চান? স্কিম চাইলে মোদীকে ভোট দিন। আর স্ক্যাম চাইলে মমতার অপদার্থ সরকারকে ভোট দিন।অমিত শাহ বলেন, মোদী দেশের গরিব মানুষের জন্য ১১৫ বেশি প্রকল্প চালু করেছেন। আর দিদি ১০০ বেশি স্ক্যাম নিয়ে এসেছেন। নরেন্দ্র মোদী ১৩ কোটিরও বেশি ঘরে গ্যাসের সিলিন্ডার দিয়েছেন। আড়াই কোটি মানুষকে ঘর দিয়েছেন। ১০ কোটি মানুষের ঘরে টয়লেট বানিয়ে দিয়েছেন। ১১ কোটি মানুষের ঘরে বিদ্যুত্ পৌঁছে দিয়েছেন। ৬০ কোটি মানুষকে স্বাস্থ্য বিমা দিয়েছেন। আর দিদি, স্বাস্থ্য বিমা আপনাদের ঘরে পৌঁছাতে দেন না।আয়ূষ্মান ভারত নিয়ে অমিত শাহর দাবি, দিদি মনে করেন স্বাস্থ্য বিমা মানুষ পেলে মোদীজি(Narendra Modi) জনপ্রিয় হয়ে যাবেন। কতদিন রুখবেন দিদি? আপনাদের বলতে চাই, ২ মের পর বাংলায় বিজেপি সরকার হলে আপনাদের ৫ লাখ টাকা বিমা দেওয়া হবে। কৃষকদের অ্য়াকাউন্টে ১৮,০০০ টাকা দেওয়ার কাজ এই বিজেপি করেছে। আজ প্রথম দফার নির্বাচন কেন্দ্রগুলিতে শেষ প্রচারের দিন ছিল ৷ তার আগে গোটা জঙ্গলমহলে প্রচারের ঝড় তুললেন বিজেপির শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তেমনি মেচেদার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নানা ইস্যুতে নিশানা করলেন তিনি ৷ যেখানে আমফান দুর্নীতি থেকে সিন্ডিকেট রাজ এমনকি, মমতার ‘খেলা হবে’ স্লোগানকেও নিশানা করলেন শাহ ৷ আর সেই প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুই সম্বোধনে বিঁধলেন তিনি ৷ এদিন অমিত শাহ বলেন, ‘‘দিদি বলে খেলা হবে ৷ দিদি কি বিজেপিকে ভয় দেখাতে চাইছে? দিদি, আমরা তোর খেলায় ভয় পাই না ৷’’এদিনের জনসভায় অমিত শাহ অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য়মন্ত্রী হওয়ার পর আর দিদি নেই ৷ তিনি মুখ্য়মন্ত্রী হওয়ার আগে বাংলার মানুষের দিদি ছিলেন ৷ ভোটে জিতে দিদি ভাইপোর পিসি হয়ে গিয়েছেন ৷ আর তাই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার উন্নয়নের বদলে, ভাইপোকে মুখ্যমন্ত্রী করতে বেশি মনোযোগ দিয়েছেন বলে অভিযোগ করেন শাহ ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে এদিন সিন্ডিকেট ও মাফিয়া রাজ নিয়েও তৃণমূলকে নিশানা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর অভিযোগ , জঙ্গলমহলের অধিকাংশ মানুষ আজ তাঁদের অধিকার থেকে বঞ্চিত ৷ কারণ সবকিছুতে ভাইপোর তোলাবাজি আর সিন্ডিকেট রাজ চলছে ৷ পাশাপাশি বিজেপির ইস্তেহারে উল্লেখিত এইমস হাসপাতালের একটি জঙ্গলমহলের ঝাড়গ্রাম-বাঁকুড়া অঞ্চলে হবে বলে এদিন জানান অমিত শাহ ৷ যেখানে জঙ্গলমহল থেকে উপযুক্ত দাম দিয়ে সরকার সাধারণ মানুষের থেকে জমি কিনবে বলে এদিন প্রতিশ্রুতি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই সঙ্গে বন্দর এলাকার উন্নয়ন থেকে মৎস্যজীবী ও কৃষকদের জন্য 3 লক্ষ টাকার স্বাস্থ্য বীমার কথাও উল্লেখ করেন ৷