প্রথমে পুরীর রথযাত্রা বন্ধ রাখার নির্দেশ দিলেও, পরবর্তীতে শর্ত সাপেক্ষে রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। রথের মাত্র একদিন আগেই সেই সুপ্রিম নির্দেশে কিছুটা স্বস্তি পেয়েছেন ভক্তরা। এবারের রথযাত্রায় বেশ কিছু নিয়ম জারি হয়েছে এবং যা কড়া ভাবে মানতে হবে। যার মধ্যে অবশ্যই থাকবে মাস্ক পরার নিয়ম। রথ টানতে পারবেন মাত্র ১৫হাজার জন সেবায়েত। এদের সকলের করোনা পরীক্ষা হয়েছে। এবং তাদের সাহায্য করছে পুলিশ। জানানো হয়েছে যে, প্রতিবারের মতো ৩ কিলোমিটার রাস্তা চলবে রথ। কিন্তু মন্দির লাগোয়া বাড়ি বা হোটেলর ছাদ থেকে যে রথযাত্রা দেখার যে হিড়িক রয়েছে তা একেবারে করা যাবে না।কারফিউর মধ্যেই হবে রথযাত্রা। সকাল ৭টায় রথে বসানো হবে জগন্নাথদেবকে। বেলা ১২টায় শুরু হবে রথযাত্রা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর মন্দির কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যেই ফোনে কথা হয়েছে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের। রথযাত্রায় প্রবল ভিড় এড়াতে সম্পূর্ণ বন্ধ রাখা হচ্ছে পুরী। একেবারে শাটডাউন থাকবে শহর। ঢোকা বেরনোর সব রাস্তা বন্ধ থাকবে। এমনকী রাস্তায় যান চলাচল করতে পারবে না। পুরীতে কারফিউ জারি করল ওড়িশা সরকার।সোমবার রাত ৯ থেকে শুরু হবে কারফিউ যা চলবে ২৪ জুন দুপুর ২ পর্যন্ত।