দেশ

মোদি রাজ্যে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী নাম ঘোষণা করল আম আদমি পার্টি

 কৌতূক অভিনেতা হিসেবে জনপ্রিয় ভগবান্ত মানকে পঞ্জাবের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়েছিলেন অরবিন্দ কেজরীওয়াল৷ এবার গুজরাতের বিধানসভা ভোটেও রাজ্যের জনপ্রিয় টেলিভিশন সাংবাদিক এবং সঞ্চালক ইসুদান গঢভিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করল আম আদমি পার্টি৷ পঞ্জাবের মতো গুজরাতেও মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছার জন্য সাধারণ মানুষের মতামত চেয়েছিল আম আদমি পার্টি৷ এ দিন গঢভির নাম ঘোষণা করে জানানো হয়েছে, আপ-এর করা সমীক্ষায় প্রায় ৭৩ শতাংশ মানুষ গঢভির সমর্থনে ভোট দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে গঢভির মূল প্রতিপক্ষ ছিলেন গুজরাতে দলের রাজ্য সভাপতি গোপাল ইটালিয়া৷  গঢভিকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার পিছনে অবশ্য রাজনীতির অঙ্কও দেখছেন বিশেষজ্ঞরা৷ প্রথমত, গঢভি একটি কৃষক পরিবারের সন্তান৷ দ্বারকার পিপালিয়া গ্রাম থেকে উঠে এসেছেন তিনি৷ তাছাড়া তিনি অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রতিনিধি৷ রাজ্যের মোট জনসংখ্যার ৪৮ শতাংশ অন্যান্য অনগ্রসর শ্রেণির মধ্যে পড়েন৷ ফলে কৃষক সহ একটি বিপুল অন্যান্য অনগ্রসর শ্রেণির বিপুল সংখ্যক মানুষের সমর্থন আদায় করতেই গঢভিকে সুকৌশলে বেছে নেওয়া হল কি না, সেই প্রশ্নই উঠছে৷