বিদেশ

সীমান্তে টানা ৪ ঘন্টা ধরে চক্কর কাটল ১৮০টি উত্তর কোরিয়ার যুদ্ধবিমান

একের পর ১০ টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার তীব্র সমালোচনার পর, গতকাল উত্তর কোরিয়া একে একে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার কাছেই আছড়ে পড়ে। এই ঘটনার রেশ কাটতেই না কাটতেই সকালে দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী অঞ্চলে ১৮০ টি যুদ্ধ বিমানকে চক্কর খেতে দেখে সেদেশের সেনাবাহিনী। টানা চারঘন্টা ধরে যুদ্ধ বিমান গুলি সীমান্তবর্তী অঞ্চলে এদিন চক্কর কাটে। এর ফলে দক্ষিণ কোরিয়ায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সেনা বাহিনী সূত্রে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার যুদ্ধ বিমানগুলিকে সীমান্তের খুব কাছাকাছি প্রায় চারঘন্টা উড়তে দেখা যায়’ । বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘উত্তর কোরিয়ার এই বিমানগুলো মিলিটারি ডেমোনস্ট্রেশন লাইনের (MDL) কাছে প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে টানা চার ঘণ্টা ধরে চক্কর কাটে’। একইসঙ্গে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফ থেকে এটাও বলা হয়েছে যে, দক্ষিণ কোরিয়াও সীমান্তবর্তী এলাকায় পাল্টা ৮০টি ‘এফ ৩৫-এ স্টিলথ ফাইটার জেট’ পাঠিয়েছে। ফলে দু’দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করে।