কলকাতা

‘কার নির্দেশ নিতে আপনি আবার দিল্লি গেলেন’? রাজ্যপালকে নিশানা অভিষেকের

দিল্লিকাণ্ডে আঁচ এবার কলকাতায়। রাজভবনের সামনে ধরনায় বসেছেন অভিষেক। আজ, শুক্রবার সেই কর্মসূচির দ্বিতীয়দিন। অভিষেক বলেন,  ‘হঠাৎ করে আপনি আবার দিল্লি পালিয়ে গেলেন কেন? কার নির্দেশ নিতে আপনি আবার দিল্লি গেলেন’?  ধরনামঞ্চ থেকে ফের রাজ্যপালকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানালেন, ‘কাল বিকেল সাড়ে ৫টা দেখা করতে চেয়েছেন রাজ্যপাল। দার্জিলিং রাজভবনে দলের ২-৩ জনকে পাঠাব। তবে রাজ্যপালকে এখানে এসেই আমার সঙ্গে দেখা করতে হবে। এটা অহংকার নয়, এটা অধিকার’।