কলকাতা

সুখবর! পুজোয় সারারাত চলবে মেট্রো

দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে ঘুরে যাঁরা প্রতিমা দর্শন করেন, তাঁদের জন্য সুখবর। আগের বছরগুলির মতো এবারও পুজোর দিনে সারারাত চালু থাকবে মেট্রো পরিষেবা। সকাল থেকে রাত। বছরের অন্য সময়ের তুলনায় পুজোর দিনগুলিতে পরিবর্তন করা হয়েছে মেট্রোর টাইম টেবিলের। যদিও নর্থ-সাউথ মেট্রো রেলের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। পঞ্চমী ও ষষ্ঠীর দিন মাঝরাত পর্যন্ত চললেও সপ্তমী, অষ্টমী ও নবমীতে সারারাত চলাচল করবে মেট্রো। শুক্রবার কলকাতা মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এখবর জানিয়েছেন। মেট্রোর তরফে জানানো হয়েছে যাত্রীদের সুবিধার জন্য পঞ্চমী ও ষষ্ঠীতে সকাল ৬টা ৫০ মিনিট থেকে শুরু হয়ে চালু থাকবে মধ্যরাত পর্যন্ত। শুধু দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত প্রথম মেট্রো চালু হবে সকাল সাতটায়। ব্যস্ত সময়ে প্রতি পাঁচ অথবা ছয় মিনিট অন্তর মেট্রো চলবে। সপ্তমী, অষ্টমী এবং নবমীতে দুপুর থেকে চালু হবে মেট্রো পরিষেবা। বেলা ১২টা ৫৫ মিনিট থেকে শুরু হয়ে মেট্রো পরিষেবা চালু থাকবে পরের দিন ভোর পর্যন্ত। এই তিনদিন ব্যস্ত সময়ে প্রতি ৬ বা ৭ মিনিট অন্তর মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ ট্রেনটি ভোর ৩টে ৪৮ মিনিটে ছাড়লেও দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদমের দিকে শেষ ট্রেন রওনা দেবে ভোর চারটেয়। পুজোর বাকি দিনের তুলনায় দশমীর দিন ট্রেন সংখ্যা কম থাকবে। বেলা ১টা থেকে চালু হবে পরিষেবা। একাদশী থেকে ত্রয়োদশী পর্যন্ত মেট্রো চালু হবে সকাল ৬টা ৫০ মিনিট থেকে। স্বাভাবিক মেট্রো পরিষেবা ফের শুরু হবে আগামী ২৯ অক্টোবর থেকে। পুজো দেখার জন্য নর্থ -সাউথ মেট্রোয় সারা রাত মেট্রো চালাবে। পঞ্চমী ও ষষ্ঠী যাত্রীদের সুবিধার্থে পঞ্চমী (১৯/১০/২৩) এবং ষষ্ঠী (২০/১০/২৩) কলকাতা মেট্রো ২৮৮ টি পরিষেবা (১৪৪ টি আপ এবং ১৪৪ টি ডাউন ) দেবে। মেট্রো চলবে সকাল ৬:৫০ থেকে মধ্যরাত পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৫ অথবা ৬ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। প্রথম পরিষেবা ৬:৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ৬:৫০ দমদম থেকে কবি সুভাষ, ৬:৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর, ৭:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পাওয়া যাবে। শেষ পরিষেবা ২২:৩৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, ২২:৪০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ২২:৫০ দমদম থেকে কবি সুভাষ, ২২:৫০ কবি সুভাষ থেকে দমদম। সপ্তমী , অষ্টমী ও নবমী যাত্রীদের সুবিধার্থে সপ্তমী (২১/১০/২৩), অষ্টমী (২২/১০/২৩) এবং নবমী (২৩/১০/২৩) মেট্রো ২৪৮ টি পরিষেবা (১২৪ টি আপ এবং ১২৪ টি ডাউন ) দেবে। মেট্রো চলবে বেলা ১২:৫৫ থেকে পরের দিন ভোর ৫ টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৬ অথবা ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। প্রথম পরিষেবা ১২:৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর, বেলা ১:০০ টা কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর,  ১:০০ টা দমদম থেকে কবি সুভাষ, ১:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ , ১:০০ মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর , ১:০০ গীতাঞ্জলি থেকে দমদম , ১:০০ শ্যামবাজার থেকে কবি সুভাষ। শেষ পরিষেবা ভোর ০৩:৪৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, ভোর ০৩:৪৮ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর , ভোর ০৪:০০ দমদম থেকে কবি সুভাষ, ভোর ০৪:০০ কবি সুভাষ থেকে দমদম। দশমী যাত্রীদের সুবিধার্থে দশমীর দিন (২৪/১০/২৩) মেট্রো ১৩২টি পরিষেবা (৬৬টি আপ এবং ৬৬টি ডাউন )দেবে। মেট্রো চলবে বেলা ১ টা থেকে রাত ১১ টা পর্যন্ত। ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। প্রথম পরিষেবা ১:০০ দমদম থেকে দক্ষিণেশ্বর, ১:০০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ১:০০ দমদম থেকে কবি সুভাষ, ১:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। শেষ পরিষেবা ২১:৪৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ , ২১:৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর , ২২:০০ দমদম থেকে কবি সুভাষ, ২২:০০ কবি সুভাষ থেকে দমদম। একাদশী থেকে ত্রয়োদশী যাত্রীদের সুবিধার্থে একাদশী (২৫/১০/২৩) থেকে ত্রয়োদশী (২৭/১০/২৩) মেট্রো ২৩৪ টি পরিষেবা (১১৭টি আপ এবং ১১৭টি ডাউন )দেবে। মেট্রো চলবে সকাল ৬:৫০ থেকে রাত ১০:৩৫ অবধি। ব্যস্ত সময়ে প্রতি ৭ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। প্রথম পরিষেবা ৬:৫০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ৬:৫০ দমদম থেকে কবি সুভাষ, ৬:৫৫ দমদম থেকে দক্ষিণেশ্বর, ৭:০০ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। শেষ পরিষেবা ২১:২৮ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, ২১:৩০ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, ২১:৪০ দমদম থেকে কবি সুভাষ, ২১:৪০ কবি সুভাষ থেকে দমদম। স্বাভাবিক মেট্রো পরিষেবা আগামী ২৯/১০/২০২৩ থেকে শুরু হবে।