কলকাতা

রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত ১৯ হাজার ৬৫২, মৃত ১ হাজার ৪৯০, সুস্থ ৪৪ হাজার ১১৬

কলকাতাঃ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৯৪ জনের শরীরে মিলল করোনা ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬৫ হাজার ২৫৮ জন। এই সময়ের মধ্যে রাজ্যে প্রাণ হারিয়েছেন আরও ৪১ জন করোনা রোগী। ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৪৯০। বুধবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে এই তথ্যের উল্লেখ রয়েছে। সেখানে আরও জানানো হয়েছে, বর্তমানে রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৫২। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৪ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ৪৪ হাজার ১১৬।