জেলা

উত্তরকন্যা অভিযানে বিজেপি কর্মীর মৃত্যু! দাবি দিলীপ ঘোষের

উত্তরকন্যা অভিযানে গিয়ে পুলিশের লাঠির আঘাতে তাঁদের এক কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ বিজেপির। পুলিশের লাঠির আঘাতে আহত হওয়ার পর উলেন রায় (৫০) নামে ওই বিজেপি কর্মীকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটা নার্সিংহোমে। পরে সেখানেই তিনি মারা যান বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গজলডোবা এলাকার মিলনপল্লীর বাসিন্দা ছিলেন উলেন রায়। বিজেপির রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিক অভিযোগ করেন উত্তরকন্যার দিকে এগোনোর সময় লাঠিচার্জ করে পুলিশ।  যদিও রাজ্য পুলিশ জানিয়েছে, বিজেপি-র উত্তরকন্যা অভিযানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুধুমাত্র জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়েছে। আজ সোমবার পশ্চিমবঙ্গ পুলিসের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, এই বিক্ষোভে অংশগ্রহণকারী একজনের মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও পরিষ্কার নয়। ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে। 

https://www.facebook.com/692583847600758/posts/1671088666416933/