গ্রেফতার হলেন বর্ধমান পৌরসভার প্রশাসক প্রণব চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় সংস্থা সিবিআই তাঁকে গ্রেফতার করেছে ৷ একটি বেসরকারি অর্থলগ্নি সংস্থার মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল। শুক্রবার বর্ধমানের ওই অর্থলগ্নি সংস্থার অফিসে হানা দেন সিবিআই আধিকারিকরা। প্রণববাবুর ঢলদিঘির বাড়িতেও যায় সিবিআই দলটি। এদিনই তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়। প্রণববাবুর গ্রেফতারের ঘটনায় বর্ধমানজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।