দেশ

Ahmedabad Plane Crash : আমেদাবাদের ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান

আমেদাবাদের ডাক্তারি পড়ুয়াদের হস্টেলে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার বিমান। ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের চাকা একটি ভবনে আটকে থাকতেও দেখা গিয়েছে। ভবনে বিমানের চাকা আটকে থাকতে দেখা গিয়েছে, তা আদতে গুজরাত সরকারের অধীনস্থ বিজে মেডিক্যাল কলেজের ইন্টার্ন ডাক্তারদের হস্টেল। তার জেরে কমপক্ষে কয়েকজন আহত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আমেদাবাদ সিভিল হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা রোমিলা নামে এক মহিলা বলেন যে ‘মধ্যাহ্নভোজের বিরতির সময় আমার ছেলে হস্টেলে গিয়েছিল। সেইসময় ওখানে বিমানটি ভেঙে পড়ে। আমার ছেলে সুরক্ষিত আছে। আমি ওর সঙ্গে কথা বলেছি। ও দ্বিতীয় তলা থেকে ঝাঁপ মারে। তাই অল্পবিস্তর চোট পেয়েছে।’ যদিও সেই দুর্ঘটনায় কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে সরকারিভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। আপাতত উদ্ধারকাজের উপরে জোর দিচ্ছে পুলিশ-প্রশাসন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী মুরলীধর মোহোল জানিয়েছেন, আপাতত সরকারিভাবে কোনও মৃত্যুর খবর সামনে আসেনি। উদ্ধারকাজের উপরে জোর দেওয়া হচ্ছে। কিন্তু আমেদাবাদ বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ার পরে যেভাবে এয়ার ইন্ডিয়ার বিমানে বিস্ফোরণ হয়েছে, তাতে অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেইসঙ্গে যেখানে বিমানটি ভেঙে পড়ে, তা জনবসতিপূর্ণ এলাকা। ফলে স্থানীয় বাসিন্দাদেরও মৃত্যু আশঙ্কা করা হচ্ছে। পুড়ে ছারখার হয়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।