জেলা মালদা

রক্ষকই ভক্ষক! ব্যবসায়ীর বাড়িতে ৩৪ ভরি গয়না ও ২৫ লক্ষ টাকার ডাকাতির অভিযোগে সাসপেন্ড ৩জন পুলিশ কর্মী

তল্লাশির নামে লুঠ

হক জাফর ইমাম, মালদাঃ ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। ডাকাতির অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। সাসপেন্ড তিনজন পুলিশ কর্মী । চাঞ্চল্যকর এমন ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদা জেলার পুলিশ মহলে। গতকাল গভীর রাতে মালদার কালিয়াচক থানার একদল পুলিশ বাহিনী ৫২বিঘা এলাাকার লেবার কমিশনার এসরাউলের শেখের বাড়িতে লুঠপাট চালায় বলে অভিযোগ। এসরাউলের অভিযোগ প্রায় ৩৪ভরি সোনা ও বাড়িতে লেবারদের পাওনা টাকা বাবদ ২৫লক্ষ টাকা লুঠ করে কালিয়াচক থানার পুলিশকর্মীরা।শুধু তাই নয় অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ির মহিলাদের মারধোরও করা হয়। এসরাউলের আরো অভিযোগ তাঁর বিরুদ্ধে থানাতে কোন অভিযোগ না থাকার পরও পুলিশ এহেন কান্ড করেছেন। ঘটনার পর আতঙ্কে রয়েছেন এসরাউলের পরিবার। পুলিশের এমন কান্ডে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম।পুরো ঘটনা নিয়ে অস্বস্তিতে মালদা পুলিশের প্রশাসনিক কর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) আনিষ সরকার জানান এই ঘটনার প্রাথমিক তদন্তেে এক এএসআই সহ তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে।