দেশ

অন্ধ্রে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮, আহত ৩২, চালু হেল্পলাইন নম্বর

ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দেশের আরও এক প্রান্তে দু’টি ট্রেনের সংঘর্ষ। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, কমপক্ষে ৮ জন নিহত এবং ৩২ জনেরও বেশি আহত হয়েছে বলে। কিন্তু এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। চালু হয়েছে হেল্পলাইন নম্বর। ০৮৫৩২ বিশাখাপত্তনম-পালাসা ট্রেনটির সঙ্গে ০৮৫০৪ বিশাখাপত্তনম-রায়াগাড়া প্যাসেঞ্জারের ভয়ানক সংঘর্ষ হয়। মূলত তিনটি কোচ ক্ষতিগ্রস্থ হয়েছে এই দুর্ঘটনায়। ইস্ট কোস্ট রেলওয়ের এক কর্মকর্তা এমনটাই জানিয়েছেন।