জেলা

মুকুল রায়ের বাড়িতে অর্জুন সিং

বঙ্গ রাজনীতির চাণক্য বলা হত মুকুল রায়কে ৷ কিন্তু, শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে বহু দূরে রয়েছেন তিনি৷  চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সেই চাণক্যের আশীর্বাদ নিয়েই ভোটের লড়াই শুরু করার অঙ্গীকার নিলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং৷ এদিন কাঁচড়াপাড়ায় তাঁর বাড়িতে পৌঁছে যান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রায় আধ ঘণ্টা তাঁর বাড়িতে ছিলেন তিনি। জানা গিয়েছে, দু’জনের মধ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক কথাবার্তাও হয়। অর্জুন সিং জানিয়েছেন, তাঁকে দেখেই চিনতে পারেন মুকুল রায়। বলে ওঠেন, ‘অর্জুন এসে গেছিস।’ অর্জুনের দাবি, তাঁকে দেখে মুকুল বলেছেন, ‘‘এ বারও ভোটে তুই-ই জিতবি।’’ বছর খানেক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরা অর্জুন সম্প্রতি আবার তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন

বিজেপিতে। অন্য দিকে, মুকুল খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও তিনি এখন কোন দলে তা নিয়ে ধোঁয়াশা আছে। ২০২১ সালের বিধানসভা ভোটের পর মুকুল স-পুত্র দল বদলে তৃণমূলে ফিরলেও পরবর্তী কালে নিজেকে বিজেপির সদস্য বদলে দাবি করেন। সম্প্রতি অবশ্য ব্যারাকপুরের তৃণমূলের লোকসভা প্রার্থী পার্থ ভৌমিকও দেখা করতে এসেছিলেন মুকুলের সঙ্গে। শুক্রবার এলেন অর্জুন। মুকুলের সঙ্গে দেখা করে বাইরে এসে অর্জুন বলেন, ‘‘আজ কাঁচড়াপাড়ার ঘটক রোডে বর্ষীয়ান নেতা মুকুল রায়ের বাড়িতে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে ওনার আশীর্বাদ নিলাম। ওনার সঙ্গে আমার বহু পুরানো সম্পর্ক। উনি ‘বিজয়ী ভব’ বলে আমাকে উত্তরীয় পরিয়ে দিলেন। আমি ওনার সুস্থতা কামনা করলাম।’’