কলকাতা

‘পানশালার লাইসেন্সের নামে সাড়ে ১০ লক্ষ টাকা প্রতারণা’, ভুয়ো সিবিআইকে গ্রেফতার করল পুলিশ

নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দিয়েছিল এক ব্যক্তি। আর সেই পরিচয়েই চালাচ্ছিল প্রতারণা। পানশালার লাইসেন্স করিয়ে দেবে বলে রাজারহাটের এক বাসিন্দার কাছ থেকে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে প্রতারণার করেছিল। হাওড়া থেকে গ্রেফতার করা হলো সেই ভুয়ো সিবিআই আধিকারিককে। ধৃতের নাম শুভজিৎ বারুই। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স ফোর্স ট্রাস্ট-এর একটি পরিচয় পত্র। ধৃতকে আজ আদালতে পেশ করা হয়েছিল। পানশালার লাইসেন্সের নামে প্রতারণার অভিযোগ পেয়েই তদন্তে নেমেছিল রাজারহাট থানার পুলিশ। এরপরে সোমবার তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, গত ২৫ মার্চ  রাজারহাটের বাসিন্দা বিপ্লব অধিকারী নামে এক ব্যক্তি রাজারহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ফেব্রুয়ারি মাসে চিনার পার্কে একটি হোটেলে গিয়ে তাঁর সঙ্গে পরিচয় হয় শুভজিৎ বারুই নামে এক ব্যক্তির। সে নিজেকে সিবিআই আধিকারিক বলে পরিচয় দেয়। পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয় শুভজিৎ। এরপর তাতে রাজি হয়েছিলেন  বিপ্লব অধিকারী। অভিযোগ,  বিপ্লবের কাছ থেকে ধাপে ধাপে প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত। এরপর দীর্ঘদিন হয়ে গেলেও কোনও রকম কাজ করছিল না অভিযুক্ত। পুলিশ জানিয়েছে, মোবাইল টাওয়ার লোকেশন ধরে সোমবার হাওড়া থেকে শুভজিৎ বারুইকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার অভিযুক্তকে বারাসাত আদালতে তোলা হয়।