কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে পদত্যাগ করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগড়ে দেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। সোশ্যাল মিডিয়ার পোস্ট ঘিরে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সামনে আসে তাঁর বাগবিতন্ডা। অন্যদিকে, বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরীর মন্ত্রীত্ব হারানোর পর সমবেদনার সুর শোনা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। তিনি প্রশ্ন তোলেন, ‘আজ বাবুল-দেবশ্রীরা খারাপ হয়ে গেল’ ? আর এবার লক্ষ্য করা গেল ট্যুইটারে মুকুল রায় এবং তৃণমূল কংগ্রেসকে ফলো করা শুরু করলেন বাবুল সুপ্রিয়। যদিও এই বিষয় এখনও পর্যন্ত মুখ খোলেন নি বাবুল সুপ্রিয়। অন্যদিকে এরপরই বাবুল সুপ্রিয়র একটি পোস্ট অনুযায়ী দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘বাবুল হাফ ছেড়ে বেঁচেছেন’। এরপরই পাল্টা বাবুল সুপ্রিয়র কটাক্ষ, তিনি হাফ ছেড়ে বাঁচায় দিলীপ নাকি ‘মনের আনন্দে’ আছেন। বলাই যায়, কার্যত সোশ্যাল মিডিয়ার পোস্টকে কেন্দ্র করে বাগবিতন্ডা শুরু হয়ে যায় বাবুল সুপ্রিয় ও দিলীপ ঘোষের মধ্যে। পাশাপাশি আরও একটি পোস্টে বাবুল সুপ্রিয় লেখেন, ‘আমি বুদ্ধিজীবীদের মতো সুবিধাবাদী নই। আমি রীতিমতো বিজেপি-র পতাকা নিয়ে রাজনীতি করছি।’ তবে এবার এত কিছুর পরও মমতা, মুকুল ও তৃণমূলকে ট্যুইটারে ফলো করায় বাবুল সুপ্রিয়কে নিয়ে আবারও নতুন করে তৈরি হল জল্পনা।