জেলা

প্রায় ১ কোটি টাকার মূল্যের ৭ হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার এক

প্রায় সাত হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে শনিবার রাতে গ্রেপ্তার করল সিআইডি। গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুরের খাগড়াঘাট স্টেশনের কাছ থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতের নাম হাসিবুল শেখ (২১)।তার বাড়ি-জলঙ্গী থানার কীর্তনীয়া পাড়া গ্রামে। সিআইডি সূত্রে খবর, শনিবার গভীর রাতে মাড়গ্রাম থেকে মোটরসাইকেল করে জলঙ্গিতে ওই ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে যাচ্ছিল ধৃত ওই যুবক। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে খাগড়াঘাট স্টেশনের কাছে সিআইডি-র অফিসাররা তাকে আটক করে। হাসিবুলের সঙ্গে থাকা ব্যাগ এবং মোটরসাইকেলটি তল্লাশি করতেই উদ্ধার হয় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট। সিআইডি সূত্রের খবর ধৃত ওই যুবক একটি মাদক পাচার চক্রের হয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছে। হাসিবুল ওই মাদক ট্যাবলেটগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। সিআইডি সূত্রে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেটগুলির আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। সিআইডি-র এক আধিকারিক জানান, আন্তর্জাতিক বাজারে ‘ক্রেজি মেডিসিন’ নামে বহুল পরিচিতি এই ট্যাবলেট মূলত ক্যাফিন ও মেথামফেটামিন নামে নিষিদ্ধ এক প্রকার ওষুধ মিশিয়ে তৈরি করা হয়। এই ট্যাবলেট আবিষ্কারের একদম প্রথম পর্বে কেবলমাত্র ঘোড়াদের এই ওষুধ খাওয়ানো হত রেসে নামানোর আগে, যাতে তারা উত্তেজিত হয়ে জোরে দৌড়তে পারে। ‘পার্টি ড্রাগ ‘ হিসেবে পরিচিত ইয়াবা এখন যুব সম্প্রদায়ের মধ্যে অন্যতম আকর্ষণীয় একটি মাদক। সহজে লুকিয়ে নিয়ে যাওয়া যায় বলে এই মাদক পাচার করাও সুবিধা।