লোকাল ট্রেনের মধ্যে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন এক জিআরপি কনস্টেবল। জানা গিয়েছে, মৃতের নাম শুভঙ্কর সাধুখাঁ। তাঁর বাড়ি বর্ধমানে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে হাওড়া থেকে বর্ধমানগামী শেষ লোকালে তিনি ডিউটিতে ছিলেন। পালসিট স্টেশনের কাছে কামরার মধ্যেই তিনি গুলি চালিয়ে আত্মহত্যা করেন। এই ঘটনায় এসআরপি (হাওড়া) জানিয়েছেন, পারিবারিক সমস্যার কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শুরু হয়েছে তদন্ত।