জেলা

১৫ জুন থেকে খুলছে বেলুড় মঠ

দক্ষিণেশ্বর মন্দিরের পর এবার খুলছে বেলুড় মঠ। আগামী সোমবার ১৫ জুন থেকে খুলবে বেলুড় মঠ। ভক্ত, দর্শনার্থী, সাধু-সন্ন্যাসী, পূণ্যার্থী, মঠের কর্মীবৃন্দের স্বাস্থ্যের কথা ভেবে সতর্কতামূলক ব্যবস্থা ও স্বাস্থ্যবিধি মেনে মঠ খুলছে কর্তৃপক্ষ। মানতে হবে সামাজিক দূরত্বের নিয়ম। মঠে ফুল, মিষ্টি নিয়ে প্রবেশ করা যাবে না। শুধুমাত্র ফল নিয়েই বেলুড় মঠে ঢুকতে পারবেন পূণ্যার্থীরা।মঠে সন্ন্যাসীদের প্রণাম নিষিদ্ধ। এছাড়াও মন্দিরে এক সময়ে ১০ জনের প্রবেশের অনুমতি রয়েছে। মঠের মহারাজদের সঙ্গে দেখা করা যাবে না। সন্ধ্যারতি বা মঙ্গলারতি দেখতে পারবেন না ভক্তরা। রামকৃষ্ণ দেবের মূর্তি দর্শন করেই বেরিয়ে যেতে হবে। ভিতরে বসে ধ্যান করা যাবে না।  শনিবার থেকে খুলছে দক্ষিণেশ্বর মন্দির। ১৩ জুন সকাল ৭টায় খুলবে মন্দিরের দরজা। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাতটা থেকে সকাল দশটা এবং দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত পুজো দেওয়া যাবে। মন্দিরের গর্ভগৃহে আর প্রবেশ করতে পারবেন না ভক্তরা। মন্দিরে ঢোকার আগে বাধ্যতামূলক করা হবে থার্মাল স্ক্যানিং। মন্দির চত্বরে একসঙ্গে বেশি লোক থাকতে পারবেন না । এক সঙ্গে ১০ জনের বশি ভক্ত ঢুকতে পারবেন না। এছাড়াও প্রসাদ আনা গেলেও কোন ফুল দিয়ে আর পুজো দেওয়া যাবে না। দেওয়া হবে না চরণামৃত। পুজোর লাইনে ৬ ফুট দূরত্ব বজায় রাখতে হবে।