কলকাতা

জি-২০ সামিট উদ্বোধনে মুখ্যমন্ত্রী, বললেন বাংলার জিডিপি ও কর্মসংস্থান বেড়েছে

কেন্দ্রীয় সরকারের ব্যবস্থাপনায় আজ থেকে কলকাতায় শুরু হল জি-২০ সামিট। ৩দিন ব্যাপী বৈঠকের উদ্বোধন ছিল আজ। উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন থেকে তিনি বলেন, রাজ্যের জিডিপি এবং কর্মসংস্থান বেড়েছে। সেই সঙ্গে তুলে ধরেন রাজ্যের একাধিক সাফল্য এবং উন্নয়নের কথা। মুখ্যমন্ত্রী’র কথায়, ‘গোটা বিশ্বই আমাদের মাতৃভূমি’। এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় ৪ গুণ জিডিপি এবং কর্মসংস্থান বেড়েছে। বলেন, অতিমারির সময়েও এই বাংলায় বেড়েছে কর্মসংস্থান।

তিনি বলেন, রাজ্যে ১২ লক্ষ কর্মসংস্থান হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এমএসএমই সেক্টরে সমগ্র দেশের মধ্যে এক নম্বরে বাংলা। তিনি ‘দুয়ারে সরকার’ প্রকল্পের সাফল্য তুলে ধরে বলেন, এই প্রকল্পের জন্য রাজ্যকে সেরার পুরস্কার দিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি জানান, স্কুল পড়ুয়াদের সাইকেল এবং স্মার্টফোন দেওয়া হয় এই রাজ্যে। বলেন, জাতি এবং ধর্ম নির্বিশেষে সকলকেই স্কলারশিপ দেওয়া হয়। এদিন রাজ্যের ক্ষুদ্র শিল্পের সাফল্যের কথাও বিশেষ ভাবে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। জি-২০ সামিট উপলক্ষ্যে কলকাতা সেজে উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হোর্ডিংয়ে। বিশ্ববাংলা কনভেনশন সেন্টার সহ শহরের বিভিন্ন জায়গা সেজে উঠেছে ২০টি দেশের জাতীয় পতাকায়। উল্লেখ্য, জি-২০ সামিট নিয়ে কেন্দ্র-রাজ্য প্রস্তুতি বৈঠকের সময়ে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, আয়োজনের কোনও ত্রুটি থাকবে না।