দেশ

বিজেপি শাসিত মণিপুরে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ মমতার

মশ খারাপ হচ্ছে মণিপুরের পরিস্থিতি। অবস্থা নিয়ন্ত্রণে আনতে রাজ্যের বিভিন্ন জায়গায় কার্ফু জারি করা হলেও উত্তেজনা কমেনি। এর জেরে বৃহস্পতিবার শ্যুট অ্যাট সাইটের নির্দেশ দিয়েছেন মণিপুরের রাজ্যপাল। এবার প্রতিবেশী রাজ্যে শান্তি ফেরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে টুইট করে আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে তিনি টুইট করেন, “মণিপুরের পরিস্থিতি নিয়ে গভীর চিন্তার মধ্যে রয়েছি আমি। এটা রাজনীতি করার সময় নয়। রাজনীতি ও নির্বাচন অপেক্ষা করতে পারবে কিন্তু, আমাদের সুন্দর রাজ্য মণিপুরকে সবার প্রথমে রক্ষা করতে হবে। তাই আমি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করছে সর্বপ্রথম মণিপুরের খেয়াল করুন, সেখানে শান্তি ফিরিয়ে আনুন। এর পাশাপাশি আমি মণিপুরে থাকা আমাদের ভাই ও বোনদের কাছে শান্ত থাকার অনুরোধ করব। তাঁরা যেন শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখেন। যদি আজকে আমরা মনুষ্যত্বকে জ্বালিয়ে ফেলি তাহলে আগামীকাল আমরা অমানুষে পরিণত হব।”