বিবিধ

শুক্রবার বুদ্ধপূর্ণিমাতেই বছরের প্রথম চন্দ্রগ্রহণ

শুক্রবার বুদ্ধপূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমা বলে এই দিনটি বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত।  আর ওই দিনই বছরের প্রথম চন্দ্রগ্রহণ । যা দেখতে মুখিয়ে রয়েছেন মহাকাশপ্রেমীরা। বিশ্বের নানা প্রান্ত থেকেই দেখা যাবে গ্রহণ। দেখা যাবে ভারত থেকেও। এবারের গ্রহণ পেনাম্ব্রাল। এই গ্রহণে উপচ্ছায়া তৈরি হয়। তাই একে পেনাম্ব্রাল লুনার একলিপ্স বলা হচ্ছে। ১২ বছর পর এত বিরল যোগে চন্দ্রগ্রহণ হতে চলেছে। এই চন্দ্রগ্রহণ খুবই বিশেষ হতে চলেছে কারণ ১২ বছর পর এই চন্দ্রগ্রহণে চতুর্গ্রহী যোগ তৈরি হতে চলেছে, যাতে সূর্য, বুধ, গুরু এবং রাহু মেষ রাশিতে মিলিত হতে চলেছে ভারত ছাড়াও এই গ্রহণ দেখা যাবে আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে। ক্ষিণ পূর্ব ইউরোপের কিছু অংশে দৃশ্যমান হবে। এশিয়ারও বিরাট অংশ থেকেই দৃশ্যমান হবে গ্রহণ। ভারতীয় সময় রাত ৮টা ৪৪ মিনিট থেকে রাত ১টা ১ মিনিট পর্যন্ত গ্রহণ চলবে। গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে রাত ১০টা ৫২ মিনিটে। আকাশ পরিষ্কার থাকলে ওই দৃশ্য দেখা যাবে। আপাতত তাই আকাশপ্রেমীদের প্রার্থনা, ঘূর্ণাবর্তের ভ্রূকুটি এড়িয়ে যেন গ্রহণ দেখা যায়।