গুরুতর অসুস্থ কবীর সুমন। শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হাসপাতালে। এর সঙ্গে নাকি রয়েছে হৃদরোগে আক্রান্ত হওয়ার সমস্যাও। সোমবার বাড়িতেই আচমকা অসুস্থ বোধ করেন। এদিন বেলা আড়াইটা নাগাদ তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। আপাতত সিসিইউ-তে ভর্তি ‘গানওয়ালা’। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। অবস্থা স্থিতিশীল, এমনটাই জানা গিয়েছে। আগের তুলনায় অনেকটাই ভাল আছেন। জ্ঞান আছে। মুখেই খাবার খেয়েছেন। সুমনের চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।শিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। জানা গিয়েছে, সুমন সজাগ রয়েছেন, চিকিৎসায় সাড়াও দিচ্ছেন। তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।