বসিরহাট: বেআইনি অস্ত্রের কারবারের অভিযোগে গ্রেপ্তার হলেন বিজেপি-র বসিরহাট সাংগঠনিক জেলার অফিস সম্পাদক বাপিন দাস। বাড়ি বসিরহাটের ঘড়িবাড়ি এলাকায়। শনিবার সকালেই তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে বসিরহাট থানার পুলিশ। তাঁর কাছ থেকে একটি রিভলভার ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। বিজেপি-র বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তারক ঘোষ বলেন, ‘এটা হীন রাজনৈতিক চক্রান্ত। বেশ কিছুদিন ধরে আমাদের দলের নেতা, কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। বাপিন আমাদের দলের পুরনো কর্মী ও একজন কার্যকর্তা। আমরা আইনি লড়াই চালাব।’ বসিরহাটের বিধায়ক তথা বসিরহাট দক্ষিণ তৃণমূলের চেয়ারম্যান দীপেন্দু বিশ্বাস বলেন, ‘একজন নেতা যদি এরকম অস্ত্র মজুত রাখে তাহলে বিজেপি-র উদ্দেশ্য কী তা পরিষ্কার। আমরা বসিরহাটের উন্নয়ন নিয়ে ভাবছি। করোনা মোকাবিলায় কোভিড হাসপাতাল, সেফ হোম, আইসোলেশন ওয়ার্ড কোথায় হবে সে-সব নিয়ে ব্যস্ত। সেখানে বিজেপি শান্ত বসিরহাটকে অশান্ত করতে বারবার উঠেপড়ে লেগেছে।’ পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কুখ্যাত দুষ্কৃতী এবং বেআইনি অস্ত্রের কারবারি অরূপ মাইতি একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেপ্তার হয়। অরূপ থাকে বসিরহাটের ঘড়িবাড়ি এলাকায় বাপিনের পাড়াতেই। অরূপের কাছ থেকে ৪টি রিভলভার ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। তাকে জেরা করেই পুলিশ বসিরহাটের এই অস্ত্র বিক্রির চাঁই বিজেপি নেতা বাপিন দাসের সন্ধান পায়। পুলিশ তদন্তে জেনেছে, এই চক্রটি অন্য রাজ্য ও উত্তর ২৪ পরগনার বিভিন্ন এলাকা থেকে অস্ত্র এনে দুষ্কৃতীদের কাছে বিক্রি করত। বাংলাদেশেও পাচার করত । এদিন বসিরহাট আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।