দেশ

আজ থেকে শুরু বিজেপির জাতীয় সম্মেলন, ৩৭০ আসনের টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী মোদি!

আজ থেকে শুরু বিজেপির দু’দিনের জাতীয় সম্মেলন। বিজেপি সূত্রে খবর, অধিবেশনে যোগ দেবেন সারা দেশের প্রায় ৮০০০ বিজেপি নেতা। জাতীয় কর্মসমিতির সদস্যেরাও যোগ দেবেন সম্মেলনে। বাংলার সব সাংসদ, বিধায়করাও থাকছেন অধিবেশনে। ডাক পেয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, রাহুল সিনহা, তথাগত রায়রাও। প্রথামাফিক, সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার বক্তৃতা দিয়ে শুরু হবে অধিবেশন, শেষ হবে নরেন্দ্র মোদীর বক্তৃতা দিয়ে। লোকসভা ভোটের লড়াইয়ে নামার আগে কী ভোকাল টনিক নমোর, নজর থাকবে সেদিকে। শনিবার সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমান বন্দরে পৌঁছন রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য। বিমানবন্দরে দেখা গেল বিজেপি সাংসদ দিলীপ ঘোষকেও। দু’দিনের অধিবেশনে দু’টি রেজোলিউশন পাস করা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রেজোলিউশনের প্রথমটি হতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে। আর দ্বিতীয়টি হতে পারে দেশের আর্থিক পরিস্থিতিতে বিজেপির অবস্থান প্রসঙ্গে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শেষ মুহূর্তে দলের নেতা-কর্মীদের কী ভাবে কাজ করতে হবে, তা নিয়ে পরামর্শ দেওয়া হবে। পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের ক্ষেত্রে আলাদা কিছু পরামর্শ দেওয়া হতে পারে। শনিবার সকাল সাড়ে ৯ টায় বৈঠক শুরু হওয়ার কথা। চলবে দুপুর ৩ টে পর্যন্ত। উপস্থিত থাকবেন ন্যাশনাল কাউন্সিলের সব সদস্য, গোটা দেশের সব জেলার বিজেপি সভাপতি, লোকসভার কনভেনার, ফিনান্স কমিটি, মিডিয়া সেলের কনভেনার, আইটি সেলের কর্মীরা।