Uncategorized

মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবিতে বিধানসভায় বিক্ষোভ, ওয়াকআউট বিজেপি

রামপুরহাটের ঘটনায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে টানা বিক্ষোভ দেখিয়ে বৃহস্পতিবার বিধানসভা থেকে ওয়াকআউট করলেন বিজেপি সদস্যরা। এদিন বেলা ১১টায় বিধানসভার অধিবেশন শুরু হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি সদস্যরা ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন।  দাবি ওঠে, পুলিসমন্ত্রীর পদত্যাগ চাই। অনেকের হাতে এই দাবিসম্বলিত প্ল্যাকার্ডও দেখা যায়। বিরোধী সদস্যদের স্লোগান, চিৎকার চেঁচামেচির মধ্যেই সভার কাজ চলে। পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম উত্তরবঙ্গ পরিবহণ নিগমের তিন বছরের বার্ষিক আয়-ব্যায়ের হিসেব এবং তার প্রতিবেদন প্রকাশ করেন। স্বাস্থ্য খাতের ব্যয় বরাদ্দের প্রস্তাব পেশ করেন নির্মল মাঝি। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বার বার বিরোধী সদস্যদের নিজের নিজের আসনে বসার অনুরোধ করলেও তাঁরা স্লোগান চালিয়ে যেতে থাকে। টানা আধ ঘণ্টা ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোর পর সাড়ে ১১টা নাগাদ বিজেপি সদস্যরা ওয়াকআউট করেন। পরে বিধানসভার লবিতেও বিজেপি বিধায়করা বিক্ষোভ অবস্থান চালিয়ে যান।