দেওয়ানদিঘির ইস্পাত কারখানায় তখন কাজ চলছে পুরোদমে। আচমকাই বিস্ফোরণ ঘটল ফার্নেস বা চুল্লিতে! গুরুতর জখম হলেন ২ শ্রমিক। হাসপাতালে ভর্তি তাঁরা। জানা গিয়েছে, পূর্ব বর্ধমান দেওয়ানদিঘির ওই ইস্পাত কারখানাটি বেসরকারি। শুক্রবার গভীর রাতে কারখানায় কাজ করছিলেন শ্রমিকরা। ঠিক তখনই ফার্নেস বা চুল্লিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। প্রায় সঙ্গে সঙ্গে আগুনে ফুলকি ছড়িয়ে পড়ে আশেপাশে!সেই আগুনেই ঝলসে যান মোহন তিওয়ারি এবং আকাশ গুপ্ত নামে দুই শ্রমিক। দ্রুত তাঁদের ভর্তি করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।