বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হবে তাজমহল ৷ হুমকি মেল পেতেই হাই অ্যালার্ট জারি ৷ গতকাল (শনিবার) সকাল 7টার দিকে অজ্ঞাত পরিচয় সাব্বাকু শঙ্করের ইমেল আইডি থেকে উত্তরপ্রদেশ পর্যটন বিভাগ এবং দিল্লি পুলিশের কাছে হুমকি আসে ৷ সেখানেই দাবি করা হয় বিকাল ৩টে ৩০ মিনিট নাগাদ তাজমহল আরডিএক্স (রয়্যাল ডেমোলিশন এক্সপ্লোসিভ) দিয়ে উড়িয়ে দেওয়া হবে। পুলিশি তদন্তে উঠে আসে কেরল থেকে ওই ইমেলটি করা হয়েছে ৷ এরপরই তাজমহল প্রাঙ্গণে হাই অ্যালার্ট জারি করা হয় ৷ হুমকির পর থেকেই CISF-এর জওয়ান থেকে তাজমহলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ, বম্ব ও ডগ স্কোয়াড, পর্যটক পুলিশ এবং এএসআইয়ের সদস্যরা প্রায় ৩ ঘণ্টা ধরে তল্লাশি চালান ৷ তবে কোনও সন্দেহজনক কিছুই খুঁজে পাওয়া যায়নি। ডেপুটি কমিশনার অফ পুলিশ (ডিসিপি) সিটি সোনম কুমার বলেন, “যে ইমেলটি কেরল থেকে এসেছিল সেটি ভুয়ো ৷ তদন্তের জন্য সাইবার সেলে এর একটি অভিযোগ দায়ের করা হয়েছে।” এদিন হুমকি মেল পাওয়ার পর গতকাল দুপুর 1টা থেকে তাজমহলে প্রবেশের সমস্ত গেটে নজরদারি বাড়ানো হয় ৷ প্রতিটি পর্যটককে তল্লাশি করা হয় ৷ সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি চালানো হয় ৷ তাজমহল চত্বরজুড়ে, স্মৃতিসৌধের উপরদিক থেকে শুরু করে কমপ্লেক্স, বাগান এবং করিডোর পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালায়। বিকেল ৪টে পর্যন্ত চলে তল্লাশি ৷ উল্লেখ্য, এর আগে তাজমহল বেশ কয়েকবার একই ধরনের হুমকি পেয়েছে ৷ ২০০৮ সালে মার্চ মাসে তামিলনাড়ুর এক ব্যক্তিকে বোমা হামলার হুমকির ফোন পেয়ে গ্রেফতার করে ৷ পরবর্তীতে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয় ৷
