রাস্তার ধারে দাঁড়িয়ে সাদা গাড়ি। দরজা খুলে নামলেন সম্পূর্ণ নগ্ন যুবতী। পিছনে তাঁর পুরুষ সঙ্গী। রাস্তাতেই সঙ্গমে লিপ্ত তাঁরা। সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল সামাজ মাধ্যমে(যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গনিউজ)। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে বির্তক। জানা গিয়েছে, পুরুষটি মধ্যপ্রদেশের বিজেপি নেতা মনোহরলাল ধকড়। তবে সঙ্গে থাকা মহিলাকে তা জানা যায়নি। পুলিশ ওই বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে। মনোহরলাল মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার বাসিন্দা। তাঁর স্ত্রী সোনাই সাউ মন্দসৌর জেলা পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। এই ঘটনায় বিজেপি নিজেদের দূরে সরিয়ে রেখেছে। বিজেপির মন্দসৌর জেলা সভাপতি রাজেশ দীক্ষিত জানিয়েছেন, “মনোহরলাল বিজেপির সঙ্গে সরাসরি যুক্ত নন। তিনি প্রাথমিক সদস্য নন।” ১৩ মে ঘটনাটি ঘটেছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসে ৮ লেনের রাস্তায়। হাই সিকিউরিটি জোনে পুরো এলাকা সিসিটিভি দিয়ে মোড়া। মাঝ রাস্তায় বিজেপি নেতা মনোহরলালের সঙ্গমে লিপ্ত হওয়ার ফুটেজ ধরা পড়েছে সেখানে। সেই ফুটেজে সাদা গাড়ির নম্বর প্লেটও স্পষ্ট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটিও ওই অভিযুক্ত বিজেপি নেতার নামেই পরিবহণ দপ্তরে নথিভুক্ত রয়েছে।
