কলকাতা

নিয়োগ দুর্নীতি তদন্তে ১০ ঘণ্টা জেরার পর ফের বনিকে তলব করল ইডি

বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি তদন্তে প্রায় ১০ ঘণ্টা জেরার পর ফের অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার টলিউড অভিনেতাকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছিল, কুন্তলের কাছ থেকে টাকা নিয়ে বনি গাড়ি কিনেছিলেন। সেই গাড়ির নথি সহ অভিনেতাকে হাজিরা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি তদন্তে ধৃত হুগলির বলাগড়ের তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের ব্যাংকের নথি খতিয়ে বনির নাম উঠে আসে। কুন্তলের সঙ্গে বনির আর্থিক লেনদেনের তথ্য জানার পরই তাঁকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে একা বনি সেনগুপ্ত নন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-র নজরে রয়েছেন টলিউডের আরও অন্তত পাঁচ জন অভিনেতা অভিনেত্রী। এদের প্রত্যেকের অ্যাকাউন্টেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে টাকা গিয়েছিল বলে ইডি সূত্রে খবর৷ অন্তত ৭৫টি অ্যাকাউন্ট থেকে এই টাকা পাঠানো হয়েছে বলে জানতে পেরেছেন ইডি-র তদন্তকারীরা৷ এই অভিনেতা অভিনেত্রীদেরও ইডি খুব শিগগিরই তলব করা হবে বলে ইডি সূত্রে খবর৷